ভুয়া বাংলাদেশী সাজিয়ে অর্থ আদায়ের চেষ্টা, অতঃপর...

মুম্বইয়ের এক বস্তির মানুষকে বাংলাদেশী হিসেবে চিহ্নিত করে তাদের কাছ থেকে বিপুল অর্থ দাবি করার অভিযোগে পুলিশ এক যুবক ও যুবতীকে গ্রেপ্তার করেছে। তারা হলেন- অনু ঝা (৩৫) ও ঋষিকেশ প্রসাদ (৩০)। ঘটনার সময় তারা মুম্বইয়ের মিরা রোডের এক বস্তিতে গিয়ে নিজেদের পুলিশ সদস্য বলে পরিচয় দেয়। তারা সমপ্রতি এক সন্ধ্যায় হাজির হয় মুম্বইয়ের আইডিয়াল পার্ক এলাকার একটি বস্তিতে। সেখানে গিয়ে তারা বসবাসকারীদের বলে যে, তারা পুলিশের লোক। জিপ রেখে এসেছে মূল সড়কে। এ অবস্থায় তারা বস্তির লোকজনকে বাংলাদেশী অবৈধ বসবাসকারী হিসেবে চিহ্নিত করে। এক পর্যায়ে বলে, তাদেরকে বৈধতা নিতে জনপ্রতি দিতে হবে ২০ হাজার রুপি। কিন্তু আবদুল মণ্ডল নামে এক বস্তিবাসীর সন্দেহ হয়। তিনি মূল সড়কে চলে যান। কিন্তু কোথাও পুলিশের জিপ দেখতে পান না। ফলে তিনি সেখানে অপেক্ষায় থাকেন, যদি পুলিশের কোন টহল দল পাওয়া যায়। ঠিকই পুলিশের টহল দল খুঁজে পান তিনি। তাদের কাছে সবিস্তারে বলেন সব। সঙ্গে সঙ্গে নবগড় পুলিশ স্টেশনে খবর চলে যায়। সেখানকার পুলিশের সিনিয়র ইন্সপেক্টর দিনকর পিঙ্গল ব্যবস্থা নেন। ছুটে যায় পুলিশ দল। তারা গিয়ে ওই দু’ব্যক্তিকে হাতেনাতে আটক করে। তাদেরকে পরে থানের একটি আদালতে স্থানান্তরিত করার পর আগামী শুক্রবার পর্যন্ত পুলিশি রিমান্ডে নেয়া হয়েছে। 
সূত্র: দৈনিক মানবজমিন, ২১ নভেম্বর ২০১৩

0 comments

আপনার মন্তব্য লিখুন