বিয়েতে যৌতুক নিম গাছ

কন্যা দায়গ্রস্ত পিতা তার জামাইয়ের হাতে যৌতুক হিসেবে তুলে দিলেন একটি নিম গাছের চারা। সঙ্গে বলে দিলেন তার মেয়ে ও নিম গাছটির যত্ন নিতে। এ ঘটনা ঘটেছে রাজস্থানের কোটা এলাকায়। সেখানকার এ ঘটনা এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। অনলাইন টাইমস অব ইন্ডিয়া লিখেছে, কোটা জেলার অনগ্রসর গ্রাম ঢাকারখেরি। সেখানে একটি বিয়ে সবাইকে বিস্মিত করেছে। যখন কন্যাকে উপযুক্ত পাত্রের হাতে তুলে দিতে কাঁড়ি কাঁড়ি টাকা, গহনাপত্র দিতে হয় সেখানে একজন পিতা তার কন্যা ও নিম গাছের একটি চারা তুলে দিলেন জামাইয়ের হাতে। ওই পিতা তার জামাতা ও তার পরিবারের সদস্যদের আগেই বলে দিয়েছিলেন তার কাছে তার কন্যা ও একটি নিম গাছ ছাড়া আর কিছু নেই। তা-ই তাদের হাতে তুলে দিতে চান তিনি। তা গ্রহণ করতে তাদের অনুরোধ করেন তিনি। তারাও রাজি হয়ে যান। আয়োজন করা হয় বিয়ের। অনুষ্ঠান শেষে ওই পিতা তার জামাইয়ের হাতে কন্যা ও নিম গাছ দিয়ে ভবিষ্যতে তাদের যত্ন নিতে অনুরোধ করেন। বিষয়টি যেহেতু আগে থেকেই আলোচনা করে নেয়া ছিল তাই পাত্রপক্ষ তার এ উপহার খুশিমনে গ্রহণ করে। উল্লেখ্য, পাত্রী শকুন্তলা কাবরা ৯ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। তিনি বলেন, সরকারের বিভিন্ন রকম স্কিমের জন্য আমি গ্রামের মানুষকে ফরম ফিলআপ করে দিয়েছি। যৌতুক একটি সামাজিক ব্যাধি। আমার পিতা আমাকে যৌতুক হিসেবে একটি গাছ দিয়েছেন এতেই আমি খুশি। তার এই উপহার সমাজের কাছে একটি বার্তা দিয়ে যাচ্ছে। পাশের জেলা ভিলওয়ারার লাদপুর গ্রামের লক্ষ্মণের সঙ্গে তার বিয়ে হয়েছে।(সূত্র: দৈনিক মানবজমিন, ১১/ ০৭/ ২০১৬)

,

0 comments

আপনার মন্তব্য লিখুন