সেরাদের তালিকায় ৯ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান
দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড
ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) বেস্ট করপোরেট
অ্যাওয়ার্ড পেয়েছে নয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। গতকাল রাজধানীর একটি
পাঁচতারকা হোটেলে আইসিএমএবি আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেয়া হয়।
সরকারি, বেসরকারিসহ মোট ১৪ ক্যাটাগরিতে ৬৭টি প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেয়া
হয়।
গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এছাড়া বিশেষ অতিথি ছিলেন
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান
অধ্যাপক ড. এম খায়রুল হোসেন।
আইসিএমএবির বেস্ট করপোরেট তালিকায়
রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসেবে ছিল জনতা, অগ্রণী ও বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক
লিমিটেড (বিডিবিএল)। এছাড়া বিদ্যুত্ খাতে রয়েছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন।
বিশেষ ক্যাটাগরিতে ছিল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবল
কোম্পানি, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, খুলনা শিপইয়ার্ড, ঢাকা
পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ও বাংলাদেশ নেভি পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড
ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস।
এছাড়া অন্যান্য ক্যাটাগরির মধ্যে বিদেশী
বাণিজ্যিক ব্যাংকের তালিকায় প্রথম পুরস্কার পায় স্টান্ডার্ড চার্টার্ড
ব্যাংক। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল এইচএসবিবি ও কমার্শিয়াল ব্যাংক
সিলোন।
ইসলামী ধারার ব্যাংক হিসেবে প্রথম পুরস্কার পায় ইসলামী
ব্যাংক বাংলাদেশ লিমিটেড। পরবর্তী অবস্থানে ছিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও
এক্সিম ব্যাংক। প্রথাগত বাণিজ্যিক ব্যাংক হিসেবে প্রথম পুরস্কার পায়
ডাচ্-বাংলা। পরবর্তী তালিকায় ছিল ইস্টার্ন ও ঢাকা ব্যাংক।
ব্যাংকবহির্ভূত
আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পুরস্কার পায় ইনভেস্টমেন্ট করপোরেশন অব
বাংলাদেশ। এর পর যথাক্রমে রয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি
লিমিটেড ও ডেল্টা ব্র্যাক হাউজিং। এ ক্যাটাগরিতে সার্টিফিকেট অব মেরিট পায়
উত্তরা ফিন্যান্স, লংকাবাংলা ফিন্যান্স ও আইডিএলসি ফিন্যান্স।
সাধারণ
বীমা কোম্পানি হিসেবে প্রথম হয় রিলায়েন্স ইন্স্যুরেন্স। এছাড়া ওষুধ
কোম্পানি হিসেবে স্কয়ার ফার্মা, বিদ্যুত্ খাতে সামিট পাওয়ার, বহুজাতিক খাতে
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, সিমেন্ট খাতে হাইডেলবার্গ, বস্ত্র খাতে সায়হাম
টেক্সটাইল মিলস, বিশেষ ক্যাটাগরিতে গ্রামীণ ব্যাংক, এনজিওতে ব্র্যাক ও
টেলিযোগাযোগ খাতের কোম্পানি হিসেবে প্রথম ছিল গ্রামীণফোন।
0 comments
আপনার মন্তব্য লিখুন