ওমরা এজেন্টের এক লাখ রিয়াল পর্যন্ত ব্যাংক গ্যারান্টিতে অনুমতি লাগবে না

এখন থেকে শর্তসাপেক্ষে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই ওমরা এজেন্টের এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত ব্যাংক গ্যারান্টি দিতে পারবে ব্যাংকগুলো। প্রচলিত নিয়মে যে কোন পরিমাণের গ্যারান্টির জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হয়। তবে বৈদেশিক মুদ্রা লেনদেন সহজীকরণের আওতায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। ডিজিএম মো. জাকির হোসেন চৌধুরী স্বাক্ষরিত ওই সার্কুলারে ব্যাংক গ্যারান্টির আবেদন বিবেচনার ক্ষেত্রে তিনটি শর্ত পালন করতে বলা হয়েছে। প্রথমত, আবেদনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ইস্যু করা এজেন্টশিপের লাইসেন্সের তারিখ ও মেয়াদ শেষের তারিখ উল্লেখ থাকতে হবে। দ্বিতীয়ত, সংশ্লিষ্ট এডি ব্যাংক বাংলাদেশী ওমরা এজেন্ট ও সৌদি আরবের ওমরা সেবা প্রদানকারী এজেন্টের মধ্যকার চুক্তিপত্রের সত্যতা নিশ্চিত করবে। তৃতীয়ত, আবেদনকারী প্রতিষ্ঠানের পূর্বের কাজের বিষয়ে ব্যাংককে সন্তোষজনক হতে হবে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, বাংলাদেশী ওমরা এজেন্টদের সঙ্গে সৌদি আরবের ওমরা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি করতে হয়। এক্ষেত্রে বাংলাদেশী এজেন্টের ব্যবসার আকার অনুযায়ী ব্যাংক গ্যারান্টি দেখাতে হয়। প্রচলিত নিয়মে যে কোন পরিমাণের ব্যাংক গ্যারান্টির জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমতির বাধ্যবাধকতা থাকলেও এখন থেকে ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত সে বাধ্যবাধকতা আর থাকছে না। 
সূত্র: দৈনিক মানবজমিন, ১৪ জানুয়ারি ২০১৪

,

0 comments

আপনার মন্তব্য লিখুন