পণ্য আমদানিতে অগ্রিম অর্থ পাঠাতে পারবে ব্যাংক

এখন থেকে শর্তসাপেক্ষে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই যে কোন পণ্য আমদানির জন্য অগ্রিম পাঁচ হাজার ডলার পর্যন্ত পাঠানো যাবে। এর আগে নির্দিষ্ট তিনটি পণ্য আমদানির জন্য সর্বোচ্চ আড়াই হাজার ডলার অগ্রিম পাঠানো যেত। বৈদেশিক মুদ্রা লেনদেন নীতিমালার ২৭/১ (বি) উপ-ধারায় সংশোধনী এনে গতকাল একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। সামপ্র্রতিক সময়ে বৈদেশিক মুদ্রা লেনদেন নীতিমালা সহজীকরণের আওতায় এই সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা লেনদেন নীতিমালা অনুযায়ী এডি ব্যাংক শাখাগুলো বই, আন্তর্জাতিক জার্নাল এবং জীবন রক্ষাকারী ওষুধ আমদানির জন্য সর্বোচ্চ আড়াই হাজার ডলার পর্যন্ত পাঠাতে পারে। এখন থেকে আমদানি পণ্য হিসেবে বিবেচিত যে কোন পণ্যের জন্য পাঁচ হাজার ডলার পর্যন্ত পাঠানো যাবে। তবে এক্ষেত্রে আমদানি আদেশের সকল নীতিমালা বিবেচনায় নিতে বলা হয়েছে। শর্তের মধ্যে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা লেনদেনকারী (এডি) শাখা অগ্রিম পরিশোধের আগে গ্রাহকের আমদানির বিপরীতে অর্থ পাঠানোর বিষয়টি নিশ্চিত হবে।কোন কারণে নির্দিষ্ট সময়ে পণ্য আমদানি না হলে সংশ্লিষ্ট ব্যাংক সে বিষয়ে দায়বদ্ধ থাকবে। এ ধরনের পরিশোধ ব্যবস্থা চালুর আগে আমদানিকারকের সঙ্গে চুক্তিবদ্ধ হতে বলা হয়েছে।
সূত্র: দৈনিক মানবজমিন, ২৩ জানুয়ারী ২০১৪

,

0 comments

আপনার মন্তব্য লিখুন