দ্রুত বীমা দাবি পরিশোধে নির্দেশ আইডিআরএ-র

ক্ষতিগ্রস্ত গ্রাহকদের বীমা দাবি দ্রুত নিষ্পত্তি করতে বীমা কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। গতকাল এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে সংস্থাটি। নির্দেশনায় বলা হয়েছে, বেশ কিছু বীমা কোম্পানি গ্রাহকদের দাবি পরিশোধে কালক্ষেপণ করছে। এতে বীমা খাতের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। তাই কালক্ষেপণ না করে আইন অনুযায়ী দ্রুত দাবি পরিশোধ করার জন্য বলা হয়েছে। নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, দাঙ্গা-হাঙ্গামা ক্ষতির জন্য আর অ্যান্ড এসডি ঝুঁকি গ্রহণের সুযোগ প্রচলিত আছে। তাই যেসব সম্পদের আর অ্যান্ড এসডি ঝুঁকি আবরিত (রহংঁৎধহপব পড়াবৎধমব) আছে সেসব সম্পদের ক্ষতির ক্ষেত্রে জরিপকারী কর্তৃক নিরূপিত ক্ষতির অঙ্ক বিধি অনুযায়ী পরিশোধযোগ্য। একটি সূত্র জানায়, বিরোধী দলের অবরোধ ও হরতালে যানবাহন ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা বেড়ে যাওয়ায় বিপুল ক্ষতিপূরণ পরিশোধের চাপে পড়েছে দেশের বীমা কোম্পানিগুলো। ক্ষতিগ্রস্ত যানবাহনসহ অন্য সম্পদের বিপরীতে আর্থিক ক্ষতিপূরণ চেয়ে বীমা কোম্পানিগুলোর কাছে এরই মধ্যে তিন শতাধিক আবেদন জমা পড়েছে।
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) সূত্রে জানা গেছে, গত এক বছরে দেশের বীমা খাতে ১৫০ কোটি টাকারও বেশি দাবি পরিশোধ করা হয়েছে। এতে খাতটির ওপর এক ধরনের চাপ সৃষ্টি হয়েছে। বিআইএ সূত্রে জানা গেছে, গত বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) হরতালে ক্ষতিগ্রস্ত কোম্পানিগুলোকে ৫০ কোটি ৮০ লাখ টাকার দাবি পরিশোধ করেছে। আর মার্চের পর থেকে এখন পর্যন্ত পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০০ কোটি টাকা। 
সূত্র: দৈনিক মানবজমিন, ১৩ জানুয়ারী ২০১৩

,

0 comments

আপনার মন্তব্য লিখুন