ছুটির দিনে রাজনৈতিক কর্মসূচি পালনের পরামর্শ

দেশে শিল্পায়নের চলমান ধারা অব্যাহত রাখতে সাপ্তাহিক ছুটির দিনে রাজনৈতিক কর্মসূচি পালনের নিয়ম চালু করার পরামর্শ দিয়েছেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর নেতারা। তারা বলেন, শিল্পকারখানা ও শ্রমিকের নিরাপত্তার স্বার্থে এটি চালু করা উচিত। একই সঙ্গে তারা আন্তর্জাতিক বাণিজ্যে সুবিধা পেতে সাপ্তাহিক ছুটির দিন পরিবর্তন করে শনি ও রোববার নির্ধারণের দাবি জানিয়েছেন। এমসিসিআইর নেতারা শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে আয়োজিত বৈঠকে এ পরামর্শ দেন। গতকাল শিল্পমন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এমসিসিআই’র প্রেসিডেন্ট রোকেয়া আফজাল রহমান, ভাইস প্রেসিডেন্ট আনিস এ খান, সদস্য এম আনিস-উদ দৌলা, গোলাম মাঈনউদ্দিন, কামরান টি রহমান, জেনারেল সেক্রেটারি মামুন রশীদসহ অন্য সদস্য ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিএম  জয়নাল আবেদীল ভূঁইয়া উপস্থিত ছিলেন।
বৈঠকে নেতারা শিল্প উৎপাদন বাড়াতে কলকারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের ওপর গুরুত্ব দেন। তারা বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদন ও গ্যাস উত্তোলন বৃদ্ধি পাওয়ায় সংযোগের অপেক্ষায় থাকা কলকারখানায় দ্রুততার সঙ্গে সংযোগ দেয়া প্রয়োজন। বর্তমান সরকারের অগ্রাধিকার তালিকায় গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্প অন্তর্ভুক্ত থাকায় তারা এর প্রসংশা করেন। আমির হোসেন আমু বলেন, বিএসটিআইসহ শিল্পসেবার সঙ্গে জড়িত সকল সরকারি প্রতিষ্ঠানের গুণগতমান বৃদ্ধি ও অনিয়ম প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। তিনি সাপ্তাহিক ছুটির দিনে রাজনৈতিক কর্মসূচি পালন এবং ছুটির দিন পরিবর্তনের পক্ষে জনমত সৃষ্টির জন্য কার্যকর উদ্যোগ নিতে এমসিসিআই এর নেতাদের পরামর্শ দেন।
সূত্র: দৈনিক মানবজমিন, ২৪ জানুয়ারী ২০১৪

,

0 comments

আপনার মন্তব্য লিখুন