ব্যাংকপাড়ায় সব অফিসের ফটকে তালা

বিরোধী দলের কোন ধরনের হরতাল বা অবরোধ না থাকলেও মতিঝিল ব্যাংকপাড়ায় প্রতিটি অফিস ও ব্যাংকের প্রধান ফটক তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে। ব্যস্ততম গোটা মতিঝিলজুড়ে রয়েছে ছুটির আমেজ। বন্ধ রয়েছে অধিকাংশ ব্যাংক, বীমাসহ অন্য অফিসের মূল ফটক। ব্যাংকে কর্মকর্তারা উপস্থিত হলেও গ্রাহকের তেমন কোন উপস্থিতি লক্ষ্য করা যায়নি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশে ব্যাংক বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন অনেকেই। বিরোধী জোটের ‘ঢাকামুখী অভিযাত্রা’ প্রতিহত করতে নিরাপত্তা বাহিনী এমন নির্দেশ দিয়েছে বলে একাধিক ব্যাংকের শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন। মতিঝিল ঘুরে এই চিত্র দেখা গেছে। বেসরকারি ব্যাংক ছাড়াও সরকারি ব্যাংকের শাখাগুলোর প্রধান ফটক বন্ধ দেখা গেছে। অনেকেই নির্দিষ্ট সময়ে কর্মক্ষেত্রে উপস্থিত হতে পারেনি বলে অভিযোগ করেছেন। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, বিরোধী জোটের রাজনৈতিক কর্মসূচি থাকায় নিরাপত্তাজনিত কারণে কিছু কিছু ব্যাংকের প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে। তবে আমাদের কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলছে। কয়েকজন গ্রাহকের সঙ্গে কথা বলে জানা যায়, বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ব্যাংকে আসছেন না। এদিকে গতকালের কর্মসূচিকে ঘিরে মতিঝিলস্থ ফুটপাথ ছিল একেবারেই খালি। অন্য দিনের অবরোধ ও হরতালে দোকানপাট খোলা থাকলেও গতকাল ছিল উল্টো চিত্র। কোন ফুটপাথের দোকান খোলা ছিল না। সবার মাঝে এক ধরনের উদ্বেগ লক্ষ্য করা গেছে। দোকান খুলতে এসে খুলতে পারেননি- এমন একজন দোকান মালিকের কাছে জানতে চাইলে তিনি জানান, পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী দোকান খুলতে দিচ্ছে না বলে অভিযোগ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল থেকেই পুলিশ ছিল অন্যদিনের তুলনায় বেশি। এছাড়া, আধঘণ্টা পর পর ছিল তাদের রায়ট কারের টহল। কেউ ইচ্ছা করলেও দোকান খুলতে পারেনি। অন্যদিকে আওয়ামী লীগেরও ছিল মহড়া। 
সূত্র: দৈনিক মানবজমিন, ডিসেম্বর ২০১৩ 

,

0 comments

আপনার মন্তব্য লিখুন