উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে প্রস্তুতি চলছে আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি

উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে প্রস্তুতি চলছে আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি দেশের বর্তমান রাজনৈতিক সহিংস পরিস্থিতিতে চরম উদ্বিগ্ন আয়োজকরা তারপরেও একবুক আশা নিয়ে কাজ করে যাচ্ছে তারা ইতোমধ্যে এবারের মেলা ১০ দিন পিছিয়ে দেয়া হয়েছেমেলার মূল কাঠামো স্টলগুলো  তৈরি প্রায় ৫০-৬০ ভাগ সম্পন্ন হয়েছে এখন প্যাভেলিয়ন তৈরির কাজ করছে নিজ নিজ প্রতিষ্ঠানগুলো এছাড়াও মেলা প্রাঙ্গণের টিনের বাউন্ডারির কাজ শেষ হয়েছে সুন্দরবন ইকো পার্ক, মেলা সচিবালয়, টাওয়ার নির্মাণ, ফোয়ারা নির্মাণ বঙ্গবন্ধু প্যাভিলিয়ান নির্মাণের কাজ সমাপ্তির পথে
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, এবার মেলায় থাকবে প্রিমিয়ার প্যাভেলিয়ন ৫৪টি, প্রিমিয়ার মিনি প্যাভেলিয়ন ৪২টি, সাধারণ প্যাভেলিয়ন ১৩টি, রিজার্ভ প্যাভেলিয়ন নয়টি, রিজার্ভ মিনি প্যাভেলিয়ন দুটি, বিদেশী প্যাভেলিয়ন ২০টি, বিদেশী মিনি প্যাভেলিয়ন দুটি, বিদেশি প্রিমিয়ার স্টল ১৯টি, দেশি প্রিমিয়ার স্টল ৪২টি, ফুড স্টল ৪২টি এবং সাধারণ স্টল ২১৩টি। তবে এখনো ইপিবি সব বরাদ্দ শেষ করতে পারেনি বলে জানা গেছে
এবার ১২টি দেশের ৩৭টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে বলে জানা গেছে। দেশগুলো হলো আমেরিকা, পাকিস্তান, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, কোরিয়া, চীন, হংকং, ইরান, তুরস্ক সংযুক্ত আরব আমিরাত গত বছর জাপান এলেও এবার তারা আসছে না। তবে তালিকায় মালায়শিয়া যুক্ত হয়েছে
সূত্র: দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ২৬ ডিসেম্বর ২০১৩

,

0 comments

আপনার মন্তব্য লিখুন