এবি ব্যাংকের ইলেক্ট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ইজিপি) বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর

এবি ব্যাংক লিঃ সমপ্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এর সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) এর সঙ্গে ইলেক্ট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ইজিপি) বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। আইএমইডি সচিব মোহাম্মদ মেসবাহ উদ্দিনের সভাপতিত্বে এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শামীম আহমেদ চৌধুরী ও সিপিটিইউর মহাপরিচালক অমূল্য কুমার দেবনাথ স্মারকে স্বাক্ষর করেন। এ সমঝোতার মাধ্যমে এবি ব্যাংককে ইজিপি পোর্টাল ড্যাশবোর্ড প্রদান ও ব্যাংকের মনোনীত কর্মকর্তাদের ই-পেমেন্ট সেবা প্রদানকারী হিসেবে ইজিপি পোর্টাল লিঙ্কের ট্রেনিং প্রদানসহ এবি ব্যাংক টেন্ডারের রেজিস্ট্রেশন/রি-রেজিস্ট্রেশন এবং প্রকিউরিং এজেন্সিস এবং প্রকিউরিং প্রতিষ্ঠানের পক্ষ থেকে টেন্ডারের নথিসমূহ বিক্রয় করবে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ০৮ নভেম্বর ২০১৩

,

0 comments

আপনার মন্তব্য লিখুন