অ্যান্ড্রয়েডে ২ বিলিয়ন ডলার আয়

নিজস্ব মোবাইল অপারেটিং অপারেটিং সিস্টেম থাকলেও গুগলের অ্যান্ড্রয়েড থেকে বছরে ২০০ কোটি ডলার আয় করছে মাইক্রোসফট । অ্যান্ড্রয়েড নির্ভর প্রতিটি স্মার্টফোন বিক্রি হলে ৬ থেকে ৭ ডলার পাচ্ছে প্রতিষ্ঠানটি। গবেষণা প্রতিষ্ঠান নমুরা সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন মতে, ২০১৭ সাল নাগাদ অ্যান্ড্রয়েড থেকে বছরে মাইক্রোসফট ৮৮০ কোটি ডলার আয় করতে পারে। স্মার্টফোনের বাজারে এখন তৃতীয় অবস্থানে রয়েছে মাইক্রোসফটের উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম। তবে এক্ষেত্রে শীর্ষ অবস্থানে গুগলের অ্যান্ড্রয়েড। আইডিসির তথ্যমতে, গত প্রান্তিকে বিক্রি হওয়া মোট স্মার্টফোনের ৭৯.৩ ভাগই অ্যান্ড্রয়েড নির্ভর। এ সময়ে ১৮ কোটি ৭৪ লাখ ইউনিট অ্যান্ড্রয়েড স্মার্টফোন বিক্রি হয়েছে। অ্যান্ড্রয়েডের এ এগিয়ে চলায় আর্থিকভাবে লাভবান হচ্ছে মাইক্রোসফট। কপিরাইট থাকায় গুগল ও মটোরোলা ছাড়া প্রায় সব অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাতাদের সাথে চুক্তি করেছে মাইক্রোসফট।নমুরার মুখপাত্র রিক সেরল্যান্ড জানান, অ্যান্ড্রয়েড থেকে আয়ের জন্য মাইক্রোসফট নিজস্ব গেমিং ডিভাইস এক্সবক্স ও মোবাইল বিভাগের ক্ষতি পুষিয়ে নিতে পারছে। এক্সবক্স, স্কাইপে ও উইন্ডোজ ফোন থেকে বর্তমানে বছরে প্রায় ২৫০ কোটি ডলার ক্ষতির মুখে পড়ছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে শুধু এক্সবক্স বাজার হারানোয় ২০০ কোটি ডলার ক্ষতি হচ্ছে। 
সূত্র: দৈনিক সমকাল, ০৯ নভেম্বর, ২০১৩

0 comments

আপনার মন্তব্য লিখুন