১৫ নভেম্বরের মধ্যে স্থায়ী পে কমিশন: অর্থমন্ত্রী

সরকারি চাকরিজীবীদের জন্য 'স্থায়ী পে-কমিশন' আগামী ১৫ নভেম্বরের মধ্যে গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ফাইল ছবি
 
বুধবার সকালে বাংলাদেশ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস কর্মকর্তা পরিষদের একটি প্রতিনিধিদল অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি একথা জানান।
 
অর্থমন্ত্রী বলেন, "আগামী ১৫ নভেম্বরের মধ্যে একজন চেয়ারম্যান নিয়োগ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্থায়ী পে কমিশন গঠন করা হবে।"
 
এর আগে গত ২৮ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকার জনপ্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি করার জন্য সুপারিশ করতে একটি স্থায়ী পে কমিশন গঠন করার পরিকল্পনা করেছে।
 
সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় সপ্তম পে কমিশন গঠন করা হয়। সে সময় বাজেটে ২০ শতাংশ মহার্ঘ্য ভাতা ঘোষণা দেওয়া হয়।
 
বর্তমান সরকার ক্ষমতায় এসে ২০০৯ সালের নভেম্বরে ওই কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন বেতন কাঠামো ঘোষণা করে।
 
এর আগে ২০০৫, ১৯৯৬, ১৯৮৯, ১৯৮৪, ১৯৭৬ ও ১৯৭২ সালে সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন করা হয়।
সূত্র: দৈনিক সমকাল, ২৯ অক্টোবর, ২০১৩

,

0 comments

আপনার মন্তব্য লিখুন